ঐতিহ্যবাহী মধুপুর শিল্প ও বনিক সমিতি'র ত্রি-বার্ষিক নির্বাচন'১৮ এর নির্বাচনী
ঘোষহনা করা হয়েছে। অাজ
১.২৫ অাগষ্ট/১৮ খসড়া ভোটার তালিকা নোটিশ বোর্ডে প্রকাশ।
২.২৮ অাগষ্ট/১৮ ভোটার তালিকা প্রসঙ্গে অাপত্তি গ্রহন(১০-০৪)।
৩.২৯ আগষ্ট/১৮ অাপত্তির শুনানি।
৪. ৩০ অাগষ্ট/১৮ চুড়ান্ত ভোটার তালিকা সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ।
৫. ০১ ও ০২ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্র বিক্রয় (মূল্য - ২,৫০০/-টাকা)। (সময়-১০- বিকাল ০৪ টা পর্যন্ত)।
৬. ০৩ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্র জমা(সময় ১০-০৪ টা,মনোনয়নপত্র দাখিলের সময় জামানতের টাকার মূল রশিদ সংযুক্ত করতে হবে)।
৭. ০৪ সেপ্টেম্বর'১৮ মনোনয়নপত্র বাছাই (১০ হতে দুপুর ২টা পর্যন্ত)।
৮.০৫ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্রের অাপত্তি গ্রহন (১০- ০২টা পর্যন্ত)।
৯. ০৬ সেপ্টেম্বর/১৮ মনোনয়নপত্রের অাপত্তির শুনানি (দুপুর০২- বিকাল ০৪ টা পর্যন্ত)।
১০. ০৮ সেপ্টেম্বর'১৮ মনোনয়নপত্র প্রত্যাহার (১০- ০৪ টা পর্যন্ত)
১১. ০৯ সেপ্টম্বর/১৮ চুড়ান্ত ভোটার তালিকা সমিতির নোটিশ বোর্ডে প্রকাশ।
১২. ১০ সেপ্টেম্বর'১৮ প্রতীক বরাদ্দ(১০- বিকাল ০৪ টা)।
১৩. ২২ সেপ্টম্বর ১৮ ঘোষিত কাঙ্খিত নির্বাচনে'র ভোট গ্রহন অনুষ্ঠান( বিরতিহীনভাবে সকাল ০৮ টা হতে বিকাল ০৪ টা পর্যন্ত ভোট গ্রহন, স্থান - মধুবন কমিউনিটি সেন্টার, তেতুলতলা, মধুপুর।
১৪. মনোনয়নপত্র কাটাকাটি, ফ্লুইট বা মুছনীয় কালি ব্যবহার করলে মনোনয়নপত্র বাতিল বলে গন্য হবে।
১৫. মনোনয়নপত্র জমাদানের দিনও রশিদ মূলে ১০০/-(এক হাজার) টাকা জমা দিয়ে ডুপ্লিকেট মনোনয়নপত্র নেয়া যাবে।
#পদের নাম - ★সভাপতি, পদের সংখ্যা-০১ জন, জামাত(অফেরত)২০,০০০/-, প্রতীক- অানারস, টেলিভিশন,দেয়াল ঘড়ি।
#পদ-★সহ-সভাপতি,সংখ্যা-০২ জন, জামানত(অফেরত) ১৭,০০০/- প্রতীক - গোলাপফুল, চেয়ার, প্রজাপতি,মোমবাতি, হারিকেন।
#পদ- ★সম্পাদক , সংখ্যা-০১ জন, জামানত(অফেরত) ১৭,০০০/-, প্রতীক- গরুর গাড়ী, ছাতা, খেজুর গাছ।
#পদ-★সহ-সম্পাদক, সংখ্যা ০২ জন, জামানত(অফেরত) ১৪,০০০/- প্রতীক- মই, কুঁড়েঘর, কলসি, জগ।
#পদ-★সাংগঠনিক সম্পাদক, সংখ্যা-০১জন, জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- গাভী,টিউবওয়েল, মশাল।
#পদ-★ কোষাধ্যক্ষ, সংখ্যা-০১ জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক-হরিন, কাপ-পিরিচ, কুড়াল।
#পদ-★প্রচার সম্পাদক, সংখ্যা ০১ জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- হাঁস,বটগাছ, তলোয়ার।
#পদ-★সমাজকল্যান সম্পাদক- সংখ্যা-০১ জন, জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- মাছ, পাখা, মোটরসাইকেল।
#পদ-★দপ্তর সম্পাদক, সংখ্যা- ০১ জন, জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক- বাঘ, হাতুরী, চাকা।
#পদ-★ধর্ম বিষয়ক সম্পাদক, সংখ্যা-০১জন, জামানত(অফেরত)১৪,০০০/- প্রতীক- অাম,তালা,চাবি, মিনার, টুপি।
#পদ-★শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,সংখ্যা-০১জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক - দোয়াত- কলম, ময়ূর, লাঙ্গল।
#পদ-★ক্রীড়া সম্পাদক, সংখ্যা-০১জন,জামানত(অফেরত)১৪,০০০/-, প্রতীক-ফুটবল,সিলিং ফ্যান,গোল্ড কাপ।
#পদ-★কার্যকরি সদস্য, সংখ্যা-০৭জন,জামানত(অফেরত) ১২,০০০(প্রতিজন), প্রতীক- মটরগাড়ী, বাইসাইকেল,রিক্সা,উড়োজাহাজ,মোরগ,হাতি,উট,চশমা,কবুতর,বক,ডাব,কুলা,টেবিল,বালতি,ঘুড়ি,ঠেলাগাড়ি,ঘোড়া,বই,মাইক,কাঁচি,মোবাইল,বন্দুক,সূর্য্যমূখী ফুল।(বরাদ্দকৃত প্রতীকের চেয়ে প্রার্থী বেশী হলে নূতন প্রতীক বরাদ্দ করা হবে)।
উল্লেখিত নির্বাচনী তফসীল ঘোষনার সময় উপদেষ্টা ও সহকারী নির্বাচন কমিশনার মোঃ বিল্লাল হোসেন ফকির, উপদেষ্টা ও সহকারী নির্বাচন কমিশনার প্রতিষ্ঠাতা সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, উপদেষ্টা শ্রী সুবল চন্দ্র সাহা,১নং সদস্য প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক অধ্যাপক লেখক সাংবাদিক মোঃ গোলাম ছামদানী, প্রবীন বিশিষ্ট সাংবাদিক লেখক সাবেক অধ্যাপক মোঃ জয়নাল অাবেদীনসহ সাংবাদিকবৃন্দ, সাবেক ব্যবসায়িক নেতৃবৃন্দ,বিশিষ্ট ব্যবসায়ীগন ও অামন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন দুই হাজারে'র অধিক সদস্যসের ঐতিহ্যবাহী এ সংগঠনের অালোচিত নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।।