Facebook/priyo madhupur

https://www.facebook.com/Tempriyomadhupur/

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

 

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই
এদের চিনে রাখুন
০১৭০৯৯৯৩০৬৮

 
এই নাম্বারে লোকটি আমাকে ফোন দিয়ে বলে ভাই আপনি সিমটি ব্যবহার করসেন ২বসর আগে আমার নামে ছিল এখন সিম কম্পানি রিকবারি করে আপনার কাছে বিক্রি করে দিছে এই সিম দিয়ে তার একটি জিমেইল খোলা ছিল এখন তার একটি রিকবারি কোড যাবে সেই কোড টি দিতে বলে আমি নাদিয়ে বলছি আমার একটি সিম ২.৫ বসর দরে বন্ধ কই আমার সিম টি আমারি আছে আপনার সিম ২ বসরে কেনে? কম্পানি বিক্রি করে এ কথা বলার পরে অকথ্যভাষায় গালিগালাজ করে ফোনটি রেখেদেয়
নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান
মনের ভোলেও এদরনের কল আসলে কোপ্রকার তথ্য চাইলে যাচাই-বাছাই না করে কিছ সেয়ার করবেনা???

মাগুরার শিশু আছিয়া আর বেঁচে নেই!


সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি না ফেরার দেশে - বাংলাদেশ সেনাবাহিনীর শোক
ঢাকা ১৩ মার্চ ২০২৫ (বৃহস্পতিবার): অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, মাগুরায় নির্যাতিত শিশুটি আজ ১৩ মার্চ ২০২৫ তারিখে দুপুর ০১:০০ টায় সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির আজ সকালে তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, দুইবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। উল্লেখ্য, গত ৮ মার্চ শিশুটিকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা সিএমএইচ-এ ভর্তি করা হয়।


বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।
বাংলাদেশ সেনাবাহিনী শিশুটির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

বুকভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলো মাগুরার ছোট বাচ্চা মেয়েটি


শোক সংবাদ
বুকভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলো মাগুরার ছোট বাচ্চা মেয়েটি
বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটা। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল এর পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্যে বাইরে গিয়েছিল।
মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়ে ছিল এককোনায়। দুলাভাইও ছিল রুমে। বড়বোন ভেবেছিল তার হাসবেন্ড যেহেতু আছে তাহলে আর কোন সমস্যা হবে না।

 
তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমে লাইট নিভানো, ঘুটঘুটে অন্ধকার। তড়িঘরি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলোভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে।
বড় বোন বুঝতে পারেনা কি হয়েছে তার আদরের বোনটার সাথে। অনেকক্ষণ পর যখন বুঝতে পারে তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে।
বড় বোন শাশুড়িকে হাতজোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে। কিন্তু শাশুড়ি নিষেধ করছিল ঘটনাটা যাতে জানাজানি না হয়,হলে না-কি মানসম্মানে কমতি পড়বে তাদের। 

 
 
তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনটাকে নিয়ে আসে মাগুড়া হাসপাতালে। কোনরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে।
হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরও বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ে বয়স আর কত হবে? সাত কিংবা আট।
যৌনতার কিছুই বুঝে না, পুতুল নিয়ে খেলার বয়স তার।
মেয়ের মা এবং বোনের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর হিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটা।

 
নাম দারি তৌহিদী জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো ওড়না পড়ার বয়সও হয়নি।
ওড়না পড়ার বয়স হলে নাহয় ওড়নার দোহাই দিয়ে দায়সারা যেত।
তারা কি এবারেও ধ* র্ষ কের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরন করে আনবে?
মেয়ের মা এবং বোন মিলেই এখনও অসহায়ের মত পড়ে আছে হাসপাতালে। তাদেরকে সাহায্য করতে কোন তৌহিদী জনতা আসেনি, আসেনি কোন নারীবাদী সংগঠন।
বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। ব্যথায় একটু পর পর ককিয়ে উঠতেছে শুধু। বড় বোন একপাশে হাতে ধরে দাড়িয়ে আছে।
মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে - সব ঠিক হয়ে যাবে মা, কিন্তু কিছুই ঠিক হয়নি। মারা মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিলো বাচ্চাটি। এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলো আর প্রশ্ন ছুড়ে দিয়ে গেলো তার এই নির্মম মৃত্যুর কি কোন বিচার নেই❓
আসেন কমেন্টে ২/৪ টা গালি দিয়ে নিজের দায়িত্ব পালন করে যাই।আমাদের দৌড়াত্ব তো আসলেই এই অবধিইই।
আমরা কি এর বেশি কিছুই করতে পারি না?❓❓❓

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

  নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই এদের চিনে রাখুন ০১৭০৯৯৯৩০৬৮ ...

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

  • my first pic -
    ৭ বছর আগে
  • Exam post - মধুপুরের সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌছনোর জন্য আমি priyo madhupur facebook group নামে এই ব্লক চালু করেছি http://myblogimranhassan.blogspot.com/?m...
    ৭ বছর আগে

Popular