Facebook/priyo madhupur

https://www.facebook.com/Tempriyomadhupur/

রবিবার, ২৯ জুলাই, ২০১৮

মধুপুরে সাবেক মেম্বারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মধুপুরে  সাবেক মেম্বারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
        ------------------------------------------------------              
^^মধুপুরে অরনখোলা ইউনিয়নের সাবেক মেম্বার ফরিদ উদ্দিন(৩৭) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় - অাজ সকালে উপজেলার পাহাড়ি অঞ্চল জলছত্র  মাগুন্তি নগর রাস্তার সাত নাইরা বাইদ নামক স্থানে রাস্তার  ধারে গুলিবিদ্ধ পরে থাকা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহত ফরিদ মেম্বারের নামে থানায় মাদকের অভিযোগ ছিল। সে পলাতক ছিল, পুলিশ তার সন্ধ্যান করছিল বেশ কিছু দিন যাবত। কিন্তু তার পরিবার ও এলাকাবাসী কেউ গ্রেফতারের কথা বলতে পারছে না। এক সূত্র জানায় গত রাতে তার বাড়ী অাসার কথা ছিল। মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান -তাঁরা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। ফরিদ কাকরাইদের মৃত শামছুল হকের ছেলে।    সুএ সাংবাদিক  আব্দুল রউফ 

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

  নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই এদের চিনে রাখুন ০১৭০৯৯৯৩০৬৮ ...

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

  • my first pic -
    ৭ বছর আগে
  • Exam post - মধুপুরের সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌছনোর জন্য আমি priyo madhupur facebook group নামে এই ব্লক চালু করেছি http://myblogimranhassan.blogspot.com/?m...
    ৭ বছর আগে

Popular