Facebook/priyo madhupur

https://www.facebook.com/Tempriyomadhupur/

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি


 ২০২৫ সালে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য চলতি বছর ৮ বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হবে, বলে ওই সূত্র জানিয়েছে।
২০২৫ সালে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে রয়েছেন কিছু কিংবদন্তি ব্যক্তিত্ব, যারা তাদের জীবনভর কাজের মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ করেছেন। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আছেন:  ১.  মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী
২. বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম
৩. ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ
৪. লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর
৫. কবি আল মাহমুদ
৬. কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ
৭. পপসম্রাট আজম খান


৮. আবরার ফাহাদ (মরণোত্তর পুরস্কার)                                                                 

                                                                                                    

আবরার ফাহাদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী, ২০১৯ সালে তার নিষ্ঠুর মৃত্যুর জন্য শিরোনামে উঠে এসেছিলেন। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তার সাহসী বক্তব্যের জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়ে তিনি নিহত হন। তার এই অবদানের জন্য তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
স্বাধীনতা পুরস্কার ২০২৫-এর এই বিশিষ্ট ব্যক্তিদের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে, যারা নিজেদের কাজের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে অনস্বীকার্য ভূমিকা পালন করেছেন।
May be an image of ‎text that says '‎えくうき ማዝ T লপ و‎'‎
All reactio


নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

  নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই এদের চিনে রাখুন ০১৭০৯৯৯৩০৬৮ ...

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

  • my first pic -
    ৭ বছর আগে
  • Exam post - মধুপুরের সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌছনোর জন্য আমি priyo madhupur facebook group নামে এই ব্লক চালু করেছি http://myblogimranhassan.blogspot.com/?m...
    ৭ বছর আগে

Popular