মধুপুরে সাবেক মেম্বারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
------------------------------------------------------
^^মধুপুরে অরনখোলা ইউনিয়নের সাবেক মেম্বার ফরিদ উদ্দিন(৩৭) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় - অাজ সকালে উপজেলার পাহাড়ি অঞ্চল জলছত্র মাগুন্তি নগর রাস্তার সাত নাইরা বাইদ নামক স্থানে রাস্তার ধারে গুলিবিদ্ধ পরে থাকা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহত ফরিদ মেম্বারের নামে থানায় মাদকের অভিযোগ ছিল। সে পলাতক ছিল, পুলিশ তার সন্ধ্যান করছিল বেশ কিছু দিন যাবত। কিন্তু তার পরিবার ও এলাকাবাসী কেউ গ্রেফতারের কথা বলতে পারছে না। এক সূত্র জানায় গত রাতে তার বাড়ী অাসার কথা ছিল। মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান -তাঁরা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। ফরিদ কাকরাইদের মৃত শামছুল হকের ছেলে। সুএ সাংবাদিক আব্দুল রউফ
------------------------------------------------------
^^মধুপুরে অরনখোলা ইউনিয়নের সাবেক মেম্বার ফরিদ উদ্দিন(৩৭) এর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। জানা যায় - অাজ সকালে উপজেলার পাহাড়ি অঞ্চল জলছত্র মাগুন্তি নগর রাস্তার সাত নাইরা বাইদ নামক স্থানে রাস্তার ধারে গুলিবিদ্ধ পরে থাকা লাশ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। নিহত ফরিদ মেম্বারের নামে থানায় মাদকের অভিযোগ ছিল। সে পলাতক ছিল, পুলিশ তার সন্ধ্যান করছিল বেশ কিছু দিন যাবত। কিন্তু তার পরিবার ও এলাকাবাসী কেউ গ্রেফতারের কথা বলতে পারছে না। এক সূত্র জানায় গত রাতে তার বাড়ী অাসার কথা ছিল। মধুপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান -তাঁরা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। ফরিদ কাকরাইদের মৃত শামছুল হকের ছেলে। সুএ সাংবাদিক আব্দুল রউফ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন