Facebook/priyo madhupur

https://www.facebook.com/Tempriyomadhupur/

বুধবার, ৮ মে, ২০১৯

টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি’র গুদাম থেকে চার কোটি টাকার সার গায়েবের অভিযোগ, দুশ্চিন্তায় স্টোর কিপারের মৃত্যু

 টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি’র গুদাম থেকে চার কোটি টাকার সার গায়েবের অভিযোগ, দুশ্চিন্তায় স্টোর কিপারের মৃত্যু
আপডেট : সোমবার, ৬ মে, ২০১৯   

প্রিয় মধুপুর খবর :
সংগ্রহ: মোঃনাজমুল ইসলাম       



কিশোরগঞ্জের ভৈরব সার গুদামের পর এবার টাঙ্গাইলের মধুপুরের বিএডিসি’র সার গুদামের চার কোটি টাকার সার নিয়ে কেলেংকারির অভিযোগ উঠেছে। পরিমাণ এর থেকে বেশিও হতে পারে ধারণা অনেকের।

এ অভিযোগের শুরুতে গুদাম রক্ষক মোজাম্মেল হকের আকষ্মিক হার্ট এ্যাটাকে মৃত্যু নিয়েও আছে নানা আলোচনা। গুদাম রক্ষকের মৃত্যুর পর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের মাধ্যমে গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। সার ডিলারগণের অনেকে এ নিয়ে দুশ্চিন্তায় আছেন। টাঙ্গাইলের সংশ্লিষ্ট বিভাগের যুগ্ম-পরিচালক কিশোরগঞ্জের দায়িত্ব পালন কালে ২০১৪ সালে ঘটেছিল এমন ঘটনা। এখনও সে ঘটনায় মামলার বাদী হিসেবে ওই যুগ্ম-পরিচালককে আদালতে দাঁড়াতে হয়।

মধুপুরের কাকরাইদস্থ বিএডিসি’র সার গুদামে বছর দুই আগে যোগদানের পর থেকেই গুদাম রক্ষক মোজাম্মেল হক কতিপয় কর্মকর্তা ও ডিলারদের সুবিধা দিয়ে সার গুদামে না এনে বেআইনীভাবে রাস্তা থেকে বাকিতে বিক্রি করে দিয়েছেন। প্রায় দেড় বছর ধরে চলে আসা এমন অবৈধ চর্চায় সংশ্লিষ্টরা প্রচুর অর্থ রোজগার করে আসছেন। গুদামে প্রবেশ না করিয়ে চট্টগ্রামের আমদানীকারক প্রতিষ্ঠান থেকে নন ইউরিয়া সারের চালান ডিলারদের গুদামে ঢুকে দিনের পর দিন মজুদ থেকে ওই সার বিক্রির পর টাকা সুবিধাজনক সময়ে গুদামের ক্যাশে আসে। এতে করে গুদামে সারের মজুদে বড় রকমের হেরফের ও টাকার হিসেবে বড় অংকের গড়মিল সৃষ্টি হয়। কানা ঘোষায় বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

শোনা যায়, উর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে স্টোর কিপার মোজাম্মেল হক অনেক চিন্তিত হয়ে পড়েন। সুবিধাভোগী ডিলারদের কাছ থেকে বাকি টাকা পাওয়ার চাপ দিয়েও তেমন ফায়দা না পেয়ে মুষঢ়ে যান তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। অবশেষে গত ১৮ মার্চ অফিস করে বাড়ি ফিরে গভীর রাতে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুতে গুদামে মজুদ সারের পরিমাণ নিয়ে গুঞ্জন আরো বেড়ে যায়। শোনা যায়, ৩০ থেকে ৪০ হাজার বস্তা সার গুদামে নেই, গায়েব হয়ে গেছে। এসব সার অবৈধ পথে ডিলারদের কাছে হস্তান্তর হয়েছে এবং এর অধিকাংশের মূল্য বকেয়া রয়েছে।

এদিকে মোজাম্মেল হকের মৃত্যুতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হককে দিয়ে ৫০০০ মে. টন ধারণ ক্ষমতার সারের গুদাম সিল গালা করে দিয়েছে। এখন ডিলারদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা চলছে। সব দোষ মৃত মোজাম্মেলের উপর চাপানোর চেষ্টা চলছে।

তবে গুদাম খুলে হিসাব শুরুর পরই আসল রহস্য ফাঁস হবে বলে ধারণা করা হচ্ছে।

এ নিয়ে যুগ্ম-পরিচালক মো. শহিদুল্লাহ শেখ বলেন, কিছু গুঞ্জন শুনেছি, ডিসি স্যারের সাথে কথা বলে গুদাম সিলগালা করে দিয়েছি। এছাড়াও একজন প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গুদামের সারের হিসাব মেলানো হবে। সেক্ষেত্রে বিদেশ থেকে আনা সারের এন্ট্রি স্লীপ, বিক্রয় রেজিস্টার এবং স্টক রেজিস্টারের সাথে গুদামের মজুদ মেলানো হবে।

এবিষয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হক বলেন, গুদাম সীলগালা করে দেয়া হয়েছে। ডিসি স্যারের সাথে কথা বলেছি। স্যারের অনুমতি পেলেই আমি নিজে উপস্থিত থেকে সারের মজুদ মেলাবো। তারপর আসল চিত্র বোঝা যাব।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

>মধুপুরে ধান ব্যবসায়ী

>>>>>>>মধুপুরে ধান ব্যবসায়ী খুন <<<<<<

       --------------------------------------------------.......... . 

মধুপুরে অাজ ১৫ এপ্রিল/১৯ রাত অানুমানিক ১০ ঘটিকার সময় নিজ বাড়ীর সামনে অাঃ জলিল (৫৫) নামে এক ধান ব্যবসায়ী খুন হয়েছে। জানা যায় পৌর সভাস্থ অলিপুর দক্ষিন পাড়া গ্রামের মৃত কুদরত অালীর ছেলে অাঃ জলিল ভাড়া মিলে ধান চাউলের ব্যবসা করত। অাজ রাত অানুমিনক ১০ঘটিকা সময় মিল হতে বাড়ী ফেরার পথে বাড়ীর সন্মুখে রাস্তায় দৃর্বৃত্তরা তার গলা কেটে হত্যা করে চাকু ছুরি ফেলে রেখে পালিয়ে যায়, নিহতের কাকাতো ভাই মতিয়ার প্রথমে  দেখতে পেয়ে ডাকচিৎকার করলে লোকজন   দ্রুত তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অানলে ডাঃ  চিকিৎসা করার সুযোগ পায়নি।পথেই তার মৃত্যু ঘটে।( মতিয়ারের ডাক চিৎকারের সময় ১৭/১৮ বছর বয়সের ৩/৪ জন ছেলেকে  দৌড়ে পালিয়ে যেতে দেখেছেন বিদ্যুতের অালোতে কয়েকজন পথচারী ,তার পূর্বে বিদ্যুত ছিলনা, এসময়ই দৃর্বৃত্তরা এ ঘটনা করতে পারে বলে ধারনা করা হচ্ছে।) 

   নিহত ব্যবসায়ী অাঃ জলিলের নিকট অানুমানিক বেশ কিছু টাকা ছিল বলে স্বজনরা জানায়। লাশ মধুপুর হাসপাতালে, এ ব্যাপারে মধুপুর থানায় হত্যা মামলা দায়ের হচ্ছে।।।।।।।।।।।।।। সুত্র৷  আব্দুর রউফ সাংবাদিক 

মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯

দেশে প্রথমবারের মতো কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কোন কৃষিবিদ

দেশে প্রথমবারের মতো কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন কোন কৃষিবিদ

বাংলাদেশ সরকারের কৃষি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল-১ 
(মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক, এম.পি। রবিবার বিকালে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হয়।

ড. আব্দুর রাজ্জাক ১৯৭১ সনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৭২ সনে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৮২ সনে যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের পর তিনি যুক্তরাজ্যের অ্যাঞ্জেলিয়া বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করেছেন। বাংলাদেশে ফার্মিং সিস্টেম রিসার্চ ও স্থায়ী গ্রামীণ কৃষি উন্নয়ন বিষয়ে তিনি অন্যতম একজন বিশেষজ্ঞ।

আব্দুর রাজ্জাক টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জালাল উদ্দিন এবং মাতার নাম রেজিয়া খুতুন। রাজ্জাক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) একজন বৈজ্ঞানীক কর্মকর্তা হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং ২০০১ সনে বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে চাকুরীজীবন শেষ করেন।

২০০১ সন থেকে টাঙ্গাইল-১ আসনে আওয়ামী লীগের দলীয় টিকেট পান কৃষিবিদ সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি সে বছর আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। পরে ২০০৮ সনে নবম সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয় লাভ করেন এবং আওয়ামী লীগ সরকারের খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান। পরবর্তীতে ২০১৪ সনে ড. মো. আব্দুর রাজ্জাক সংসদ সদস্য নির্বাচিত হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হন ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পান।

একাদশ সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য হন তিনি। আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নিয়ে থাকে সংসদীয় মনোনয়ন বোর্ড।

নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি

  নতুন দান্দা বাজ এদের থেকে সাবধান আমি নিজে এদের প্রতরনা শিকার তবে কোন প্রকার তথ্য দেইনাই এদের চিনে রাখুন ০১৭০৯৯৯৩০৬৮ ...

এই ব্লগটি সন্ধান করুন

আমার ব্লগ তালিকা

  • my first pic -
    ৭ বছর আগে
  • Exam post - মধুপুরের সমস্ত খবরাখবর আপনাদের কাছে পৌছনোর জন্য আমি priyo madhupur facebook group নামে এই ব্লক চালু করেছি http://myblogimranhassan.blogspot.com/?m...
    ৭ বছর আগে

Popular